Research-into-Action brief: Children's impacts on household safety
The brief outlines what is known about Child-Centred Risk Reduction (CCRR) education approaches that have proven effective in improving household risk and resilience levels. The need for improved program design and practice-based research is highlighted.
The Research-into-Action Brief series provides concise summaries of academic and grey literature on a range of topics for practitioners working in the fields of CCRR, climate change adaptation (CCA), and school safety.
বিভিন্ন শিশুকেন্দ্রিক ঝুঁকিহ্রাস (সি সি আর আর) উদ্যোগ শিশু ও তাদের পরিবারের মধ্যে নিরাপত্তাজনিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে ক্ষমতায়নের মাধ্যমে তাদের দুর্যোগ ঝুঁকি কমাতে কার্যকরী হয়েছে। এমন কিছু কিছু উদ্যোগ শিশু ও তার অভিভাবকদের মধ্যে শিক্ষা প্রসারে যথেষ্ট আশাপ্রদ কর্মসূচীর পদ্ধতি এবং কার্যক্রমের দিকনির্দেশনা দেয়। তবে, সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে এখনও নিম্নলিখিত বিষয়ে তেমন কোন তথ্য পাওয়া যায় নাঃ
- কোন কোন শিশুকেন্দ্রিক ঝুঁকিহ্রাস পদ্ধতি সবচেয়ে বেশী কার্যকর
- কোন কোন কার্যক্রম ও পারিবারিক কর্মকান্ডের প্রভাব টেকসই হতে পারে
- শিশুকেন্দ্রিক ঝুঁকিহ্রাসের শিক্ষা প্রক্রিয়াসমূহ
- পরিবারসমূহের প্রস্তুতিতে শিক্ষা উদ্যোগের সরাসরি প্রভাব
- শিক্ষক ও পরিবারের সাথে শিশুদের বাস্তবায়নযোগ্য ঝুঁকিহ্রাস বিষয়ক আলোচনা
- কিভাবে শিশুর ক্ষমতায়ন এবং প্রভাব সময়ের সাথে সাথে পরিবর্তনযোগ্য
এই বিবরণী পরিবারের ঝুঁকি ও তা মোকাবেলায় ইতিমধ্যে প্রমাণিত শিশুকেন্দ্রিক ঝুঁকিহ্রাস বিষয়ক শিক্ষা পদ্ধতিসমূহের রূপরেখা প্রদান করে। এতে উন্নত কর্মসূচী নিরূপণ ও অনুশীলন-ভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।